স্বাধীনতা,স্বাধীনতা করে চিৎকার করি,
স্বাধীনতার এতো বছর পরে চমকে উঠি,
ভারতের মানচিত্রে এতো রক্ত কেনো?
ভারত মাতার চোখে এতো অশ্রু কেনো?
হায় স্বাধীনতা!
এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?