সুরের পাখোয়াজ বাজে,
যেনো সুরের মূর্ছনায় ভাসিয়ে দেবে বলে।
হৃদয় নিংড়ানো ভালোবাসাকে,
বাঁচিয়ে রাখবে ভালোবাসার আলপনা রূপে ।