শুধুই শূন্য্যতা,
মনের রাজ্যে।
মন প্রাণ জুড়ে।
ভালোবাসা জাগবে
ভালোবাসায় বাঁচবে।