শূন্য দশমিক শতাংশ,
যেনো প্রবৃত্তির বশে ভাগ্যকে অভ্যঞ্জন করে রাখে।
নিজের চাহিদার যোগান দেয়,
সুনিশ্চিত মমনোবিজ্ঞানে।