স্তব্ধতার পর্দা সরিয়ে,
জেগে রয়েছে অনন্যতা।
যেনো জীবনের স্পর্শ সারাংশ,
বেঁচে যাবে,
হয়ে জয়ীর কোমলগান্ধার।