শ্রোতা অবশিষ্ট থাকে,
কথকের মুখে গল্প শুনবে বলে।
যেনো শ্যাম বাঁশি বাঁজিয়েছিলো,
রাধার লাগি।