স্পর্শক্লিষ্ট মন,
খুঁজে খুঁজে মরে।
যেনো পূর্ণতাই খোঁজে -
অপূর্ণতার মাঝে।