শীত এসেছে,
চাদরমুড়ি দিয়ে।
যেনো কুয়াশামাখা প্রলেপ বুলিয়ে
দেবে,তনুমনের সর্বাংশে।
শান্ত হবে মন ভালোবাসার নাগাল পেয়ে।