সীমাহিন বদ্ধ হানিতে,
নিত্যকার চালচিত্র নির্মোহ দৃষ্টিতে,
ছিলাম,
থাকবো জেগে।
ভালোবাসায় বেঁচে থাকবো।