সত্যম ডেকে নিয়ে যায়,
আলোর দিকে।
যেনো অন্ধকার দূর হবে,
আলোর প্রদীপ জ্বালিয়ে দিয়ে।