সত্যাসত্য,
ছড়িয়ে ছিটিয়ে আছে,
জীবনের স্পর্শ মাখানো অলিগলিতে,
যেনো হৃদয় জেগে আছে হৃদয়ের কারখানাতে।