সত্ত্ব ছড়িয়ে পড়ে,
সত্ত্বহীন সত্ত্বায়!
যেনো নিভৃত মনোবক্ষে-
মনোজ্যোতস্না।