সরিসৃপ হেঁটে যায়,
অন্ধত্ব্বের কাছে মাথা নত করে।
ফিরে আসে,
আরো একবার উঁচু হয়ে খাড়া হয়।