সংখ্যায়ণ সং্খ্যায়িত হয়,
নীতিমালার নির্দেশিকায়!
যেনো নিয়ম ও নিয়মের বাইরে,
মন মূল্যায়িত হয়,
ভালোবাসার আলো ছায়ায়।