সন্ধি সুগঠিত হয়,
তনুমনের নিয়ম মেনে।
যেনো অনুসৃত ভাবনা জেগে থাকে,
হৃদয়ের কারাগারে।