সম্পূর্ণতা সম্পূর্ণ হলো,
অন্তর-বাহির মিলনের আত্মজৈবনিক উপন্যাস রূপে,
যেনো মনের আনন্দে বিমোহিত হয়ে যাওয়া,
সাম্রাজ্যবাদী মনের দাম্ভিক আগ্রাসনকে বন্দী করে রাখবে;
মানসচক্ষে ভালোবাসা দেখবে বলে।