সময়ের স্রোত ভেসে যায়,
সময়ের দাড়িপাল্লায়।
যেনো সময় এগোতে,
নিয়ে স্মৃতির ফলক।