বৃষ্টি আসুক হৃদয় জুড়ে,
পাহাড় নামুক সমুদ্রপৃষ্ঠের সমতলে,
দাম্ভিকতার ঝড় থামুক,
পাহাড়ের সাথে সমুদ্রের বিবাহ হোক।
সাক্ষী থাকুক পৃথিবী ও ভালোবাসা।