সবুজবীথিকায় মোর হৃদয় বনবাসী,
যেনো তপ্ত হৃদয়ের বাণী!
নীরবে নিভৃতে কাঁদে,
ভালোবাসার নি:শব্দ বাসভূমিতে!!