ঋতুর সাজে সজ্জিত,
বাজিয়ে মনোবীণা!
হয়ে মননবমী,
যেনো মনের হালকা সবুজ রঙের,
আঁচল উড়িয়ে,
কবরীতে বেলি ফুলের মালা!
আনন্দ ঝংকারের ঝংকৃত বাদ্যের,
অরূপ রূপের রূপকথা।