রিক্ত মন,
আঁধার ভেঙে আলোর উৎস সন্ধানে যায়!
যেনো চন্দ্রবিন্দু সমুদ্রে আপনার তেজে,
তেজেন্দ্র মহীয়মান প্রেমউৎসবে ভেসে যায়।