আমার রিক্তবক্ষ জুড়ে হাহাকার!
যন্ত্রণার কারাগার,
যেনো ভেঙে ফেলবে মনের প্রাচীর,
হয়ে হৃদয় বিদারক।