প্রশ্নের জন্য প্রশ্ন ছিলো
ছবিতে প্রশ্ন ছিলো,
উত্তর মালা এসেগেলো।
উত্তর তবু চলে যায়।
প্রশ্ন শুধু পড়ে রয়।