মা গো তোমাকে প্রণাম,
খুব ভালোবাসি তোমাকে।
বারে বারে শুধু তোমার কথা মনে পড়ে।
তোমাকে অন্তরে রাখি,
ভালোবাসা রূপে।
মাতৃদিবস তো প্রতিদিন।
বিশ্ব মাতৃদিবসে প্রণাম মা তোমাকে।