নিভন্ত চুল্লি যেনো ,
জ্বলে ওঠে!
বহ্নিশিখার দহনে।
দাহ্য অদাহ্য অবশেষে প্রশ্নচিহ্ন রেখে যায়,
বিরহ-অভিমানের প্রশ্নপত্র পড়ার আশায়!!