নিরন্তর পথচলা,
যেনো হেঁটে যায় মন।
হৃদয়ের ঘরে-
বিষাদের ঢোকা নিষেধ!
মন হয় চুরি।
ভালোবাসা খেলে জুয়াচুরি।