প্রতিবাদের ভাষা নীরবে নিভৃতে কাঁদে!
প্রতিবাদ আলো চায়,
আন্দোলনের স্লোগান হয়।
হৃদয়ের ভগবান শ্রীকৃষ্ণ হয়ে।