নীপবন নিপবীথির কাছে ধরা দেয়,
যেনো একান্নবর্তী পরিবারেরর একজন।
হৃদয়ের সকল ঘরে,
ভালোবাসার প্রবেশ অনিবার্য পরিণতি।