নদীর তীরে বসে থাকি,
নদীর আল্পনা রূপে।
যেনো বিরহিণী ভালোবাসা রূপে,
বিরহের সমুদ্রে বাঁচি।