মিলনের মিলন কেন্দ্র জেগে থাকে,
ভালোবাসার উঠোন জুড়ে,
যেনো ভালোবাসা বেঁচে আছে,
ভালোবাসার আকাশ রূপে।