মনপ্রসন্ন নারীর প্রাণকে,
বোঝার দায়স্বীকারের ভার,
যেনো কেঁদে কেঁদে বলে,
চলে যেওনা এভাবে!
অভিমানের অস্ত্রে আঘাত করে।