মধুযামিনী জেগে থাকে,
সুরের মূর্ছনায়।
ভালোবাসার অহংকারে।
ভালোবাসার জ্যোতস্নায়।