ক্ষিপ্র গতিতে ছুটছে ঘোড়া,
যেনো নিত্যকার জীবনের ছবি আঁকছে,
স্মৃতি বেদনার অব্যক্ত ব্যাথা বুকে করে,
সে ছুটছে!
তবু ক্ষিপ্রতাকে প্রাধান্যের প্রমাণ দিচ্ছে।