কলম যেনো এগিয়ে চলে...
হয়ে পদ্যের সামিয়ানা টাঙানো উত্তেজনা!
আমি বসে থাকি,
নিয়ে ভালোবাসা জপমালা।।