কবিতার সাথে আছি,থাকবো।
কবিতাকে ভালোবেসে বাঁচি,বাঁচবো।
কবিতার জন্য যুদ্ধ করবো।
কবিতার জন্য শান্তি চাইবো।
কবিতাকে ভালোবেসে বারবার জন্ম  নেবো।