যীশু তোমাকে প্রণাম,
যুগ যুগ ধরে চেয়ে আছি তোমার দিকে,
তোমার গভীর দুই শান্ত চোখের দিকে।
যেই চোখ জোরা সব পড়তে পারে,
ভালোবাসা জেগে আছে যার অন্তর জুড়ে।