জীবনের উস্রি,
ভেসে যাওয়া নৈপূন্য দৃশ্যে,
মনের বাতাস ডেকে নিয়ে যায়।
আলো-আঁধারের সুন্দর রূপ রূপে।