জীবনের আলো রূপে
বেঁচে থাকতে চাই;
ভালোবাসা রূপে,
ভালোবাসার নাম হয়ে।
ভালো রাখার নাম হয়ে।
বেঁচে থাকার নাম হয়ে।