জীবনের আলো ছায়া সুনির্মিত হয়ে গেছে,
হৃদকমলে ব্যবহৃত চিহ্নিতকরণ রূপে।
সব বাঁধ ভেঙে যাবে,
যেখানে ভালোবাসার জল প্রবাহিত হবে।