জীবনভর ছুটতে থাকে,
নির্ভরশীলতা মন খিলানে,
খিলখিল করে হাসতে থাকে,
হৃদযমুনায় বাস করে।