ঝুম বৃষ্টি বয়ে যায়,
আদি-অনন্তের নির্মিলিত দৃষ্টি রেখে,
যেনো মনের আকর্ষণ-
আকর্ষিত মনোবাগানে ফুল তোলে।