স্বপ্ন জেগে আছে,
স্বপ্ন জেগে থাকবে,
ভালোবাসা রূপে।
ভালো থাকা হয়ে।