জয়তু নেতাজী,
নেতাজীর জয় হোক।
প্রণাম করি তোমাকে নেতাজী,
তুমি ফিরে এসো।
আজ নেতা কেউ নেই,
সব ছদ্মবেশী শয়তান।
মানুষকে করে  উৎপীরন,
স্বাধীনতার করে অপমান।
ফিরে এসো নেতাজী।
তোমাকে আজ ভীষণ প্রয়োজন।