ইচ্ছের প্রতিশ্রুতি,
ইচ্ছেকে মূল্যায়ন করে।
যেনো রংহীন পৃথিবী,
রং এ পূর্ণতা পেয়ে যায়।