ইচ্ছেসুতো উড়ছে,
ঘুড়ির মতো উড়ছে।
পাখির মতো উড়ছে।
হাওয়ার সাথে উড়ছে।
শুধু উড়েই যাচ্ছে।