ইচ্ছেসুদূর মন ফাগুনের গান গায়,
যেনো রং এঁকে দেয় ক্যানভাসে,
ইচ্ছের বসন্ত আসে,
মাতাল স্বর্গে বাস করে ও গান গেয়ে।