ইচ্ছের সংসার গড়ে ওঠে,
জীবনের প্রতিমুহূর্তে।
যেনো ভালোবাসা জেগে ওঠে,
ভালোবাসার আশ্রয় রূপে।