ইচ্ছের সমাধি জেগে আছে,
জেগে থাকার আনন্দটুকু নিয়ে।
ভালোবাসার আলো জ্বালিয়ে রেখেছে;
ভালোরাখার অন্ধত্ব দাবি রেখে।