ইচ্ছের ঘুলঘুলি,
মনে বাসা বাঁধে।
ইচ্ছেরা জড়ো হয়,
খায়-দায় ঘুমায়।
সংসার করে সুখে।