ইচ্ছেপলাশ জেগে থাকে,
স্বপ্ন পূর্ণ এর কথা জেনে।
রাত্রির নিস্তব্ধ শয্যা,
আঁধারের বুকে আলো জ্বালিয়ে রাখে।